MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি রপ্তানিকারকদের ৪% হারে ঋণ বিতরণ করবে

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি পিএফআই হিসেবে রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল (ইএফপিএফ) গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে এমটিবি তাদের রপ্তানিকারকদের প্রয়োজনীয় কাঁচামাল আমদানি ও সংগ্রহ করতে ৪% হারে ঋণ প্রদান করতে সক্ষম হবে।

এই অনুষ্ঠানে এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ আইসিসি, গৌতম প্রসাদ দাস এবং হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন, সঞ্জীব কুমার দে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আব্দুর রউফ তালুকদার ও ডেপুটি গভর্নর, আবু ফরাহ মোঃ নাছেরের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, নুরুন নাহার।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন