MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি ক্লাব-এর পহেলা বৈশাখ ১৪২৪ উদযাপন

এমটিবি ক্লাব সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় “পহেলা বৈশাখ ১৪২৪” উদযাপন করেছে। এমটিবি’র চেয়ারম্যান, এম. এ. রউফ, জেপি, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খান, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, মোঃ জাকির হোসেন, সৈয়দ রফিকুল হক এবং গৌতম প্রসাদ দাস, এমটিবি কর্পোরেট হেড অফিস এবং এমটিবি ঢাকা ডিভিশন শাখাসমূহের এমটিবিয়ান ও তাদের পরিবারবর্গ, “রঙে রঙে রঙীন বৈশাখ এলো রাঙাতে দিন” প্রতিপাদ্যে দিনব্যাপী অয়োজিত এই অনুষ্ঠান উপভোগ করেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন