MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি কার্ড গ্রাহকবৃন্দের জন্য এমটিবি এবং গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর মধ্যে স¤প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, এমটিবি ক্রেডিট কার্ড গ্রাহকবৃন্দ যদি কখনও অপ্রত্যাশিত দুর্ঘটনার শিকার হন তাহলে তারা গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর মাধ্যমে ত্রিপল বেনিফিট ইন্সুরেন্স সুবিধাদি গ্রহন করতে পারবেন। এমটিবি কার্ডগ্রাহকবৃন্দ এই চুক্তির আওতায় ৪ মিলিয়ন টাকা পর্যন্ত ইন্সুরেন্স কভারেজ পাবেন।
গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী অফিসার, এম এম মনিরুল আলম এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর চীফ প্যাট্রন, তপন চৌধুরী, পরিচালক, ডেভিড গ্রিফিথস্, চীফ অপারেটিং অফিসার, ম. সাজ্জাদুল করিম, হেড অব গ্রুপ বিজনেস, মোঃ মাজহারুল ইসলাম রানা এবং এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার, মোঃ হাসেম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক, হেড অব এসএমই ও রিটেল ব্যাংকিং, তারেক রিয়াজ খান, গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খান, সিনিয়র এ্যসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট, কাজী মোঃ আহসান কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন