MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি এপেক্স রিওয়ার্ড গোল্ড মেম্বারদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড-এর প্রচলন করলো

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেড সম্প্রতি এ্যাপে· রিওয়ার্ড গোল্ড মেম্বারদের জন্য বিশেষ সুবিধাসম্বলিত কো-ব্র্যান্ডেড ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড-এর প্রচলন করে। গত জুলাই ৩০, ২০১৯ তারিখে এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকা-এ এই উপলক্ষে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে এপেক্স রিওয়ার্ড গোল্ড মেম্বাররা এমটিবি ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড -এর উপর বিশেষ সুবিধা যেমন: হ্রাসকৃত মূল্যে পণ্য ক্রয়, বিনামূল্যে এমটিবি এয়ার লাউঞ্জ ব্যবহার, ফ্রি ইন্সুরেন্সসহ আরো অনেক সুবিধা উপভোগ করতে পারবেন। এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ নাসিম মঞ্জুর এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান, সৈয়দ মঞ্জুর এলাহী, চেয়ারম্যান, এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর উপস্থিতিতে, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এই অনুষ্ঠানে রাজেন্দ্রন চন্দ্রন পিল্লাই, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সুদর্শন রেড্ডি, চীফ অপারেটিং অফিসার, এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং সৈয়দ রফিকুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অব কার্ডস ও আজম খান, গ্রুপ চীফ কমিউনিকেশনস অফিসার, এমটিবি সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন