MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি এবং কম্প্রিহেন্সিভ হোল্ডিংস্ লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ক¤িপ্রহেন্সিভ হোল্ডিংস্ লিমিটেড-এর মধ্যে স¤প্রতি এক চুক্তি স্বাক্ষরিত হয় । এর মাধ্যমে কম্প্রিহেন্সিভ হোল্ডিংস্ লিমিটেড-এর গ্রাহকবৃন্দ এমটিবি হোম লোন-এর উপর বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন ।
কম্প্রিহেন্সিভ হোল্ডিংস্ লিমিটেড -এর চেয়ারম্যান, সাকিল সিদ্দিক এবং এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন । এছাড়াও উক্ত অনুষ্ঠানে কম্প্রিহেন্সিভ হোল্ডিংস্ লিমিটেড -এর ম্যানেজার ও হেড অব মার্কেটিং, শেখ রামজান আলি, ম্যানেজার – সেলস, শামসুল আলম, মো: মাসুদ রানা, তানভির হায়দার সিদ্দিক, গ্রাফি· ডিজাইনার, সঞ্জয় চন্দ্র বনিক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর হেড অব রিটেইল ও এসএমই ব্যাংকিং, তারেক রিয়াজ খান, গ্রুপ চীফ কমিউনিকেশন অফিসার, আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন