MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকা-এ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অন্যান্যদের মধ্যে এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, গৌতম প্রসাদ দাস, মোঃ খালিদ মাহমুদ খান এবং রেইস উদ্দীন আহ্মাদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই বিশেষ দিনটি এমটিবি টাওয়ার এবং এমটিবি’র বিভিন শাখা ও উপশাখায় উদযাপিত হয়।

এই অনুষ্ঠানে, ব্যাংকের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ , দীর্ঘ ২৩ বছর নিরবিচ্ছিন্নবাবে ব্যাংকের সাথে পথ চলা প্রতিষ্ঠাকালীন এমটিবিয়ানদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। একই সময় প্রতিষ্ঠাতাকালীন এমটিবিয়ানরা এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমানের হাতে এমটিবি ট্রেনিং ইন্সটিটিউটের লাইব্রেরির জন্য উল্লেখযোগ্য সংখ্যক বই উপহার হিসেবে তুলে দেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন