MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি’র “সবুজ ইস্কুল গড়ি” সামাজিক কার্যক্রমের উদ্ভোধন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল প্রাঙ্গনে “সবুজ ইস্কুল গড়ি” সামাজিক কার্যক্রমের উদ্ভোধন করেছে। প্রখ্যাত স্থপতি, মোবাশ্বের হোসেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সামাজিক কার্যক্রমের উদ্ভোধন করেন। এছাড়াও পরিবর্তন চাই-এর চেয়ারম্যান, ফিদা হক, এমটিবি’র গ্রুপ চীফ কমিউনিকেশনস্ অফিসার, আজম খান, ডেপুটি হেড, এমটিবি গ্রুপ কমিউনিকেশনস, সামিয়া চৌধুরী এবং পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলের অধ্যক্ষ, মুহাম্মদ শহীদ উল্লাহ্সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিবাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমটিবি দেশের প্রথম ব্যাংক হিসেবে পরিবর্তন চাই-এর সহযোগিতায় “সবুজ ইশকুল গড়ি” সামাজিক কার্যক্রমের উদ্ভোধন করেছে। এই সামাজিক কার্যক্রমে দেশের শিক্ষার্থীদের সংযুক্ত করে দেশের নাগরিকদের মাঝে পরিবেশবান্ধব সচেতনা বৃদ্ধির প্রয়াস চালানো হয়। এই কার্যক্রমের আওতায় “আমার স্বপ্নে আমার সবুজ ইস্কুল” নামে একটা পরিবেশ সম্পর্কীয় সচেতনামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এমটিবি পরিবর্তন চাই-এর সহযোগি হিসেবে গত দুই বছর যাবৎ ‘দেশটাকে পরিষ্কার করি’ দিবস নামক একটি সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন