MTB Logo
Deposit

এমটিবির বেশ কয়েকটি স্কিম ডিপোজিট রয়েছে রয়েছে, যা ব্যাংকের দীর্ঘমেয়াদী ডিপোজিটের অন্যতম উৎস। এটি ব্যাংকের কোষাগার পরিচালনায় সহযোগিতা করে। এমটিবি কোয়ার্টারলি বেনিফিট প্ল্যান ব্যাংকের অন্যতম একটি ডিপোজিট প্রোডাক্ট এবং গ্রাহক তার জমা কৃত অর্থের উপর এই প্রোডাক্টের মাধ্যমে কোয়ার্টারলি ইন্টারেস্ট পাবেন । এটি গ্রাহকের সুরক্ষিত ভবিষ্যৎ সুনিশ্চিত করবে।

ক্রেডিট সুবিধাঃ

  • গ্রাহক তার জমাকৃত অর্থের ৮০% পর্যন্ত লোন সুবিধা নিতে পারবে।

শর্তাবলী

  • একজন ব্যক্তি একক অথবা যৌথভাবে এই প্লানে ইনভেস্ট করতে পারবেন
  • এই প্লানের মেয়াদ ১ (এক) থেকে ২ (দুই) বছর এবং মেয়াদ শেষে এই একাউন্ট স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যাবে
  • এমটিবি কোয়ার্টারলি বেনিফিট প্ল্যানটি ওপেন করার জন্য কমপক্ষে ১,০০,০০০.০০ টাকা অথবা ১,০০,০০০.০০ টাকার গুণনীয়ক অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে
  • একজন গ্রাহকের নামে একের অধিক একাউন্ট একই ব্র্যাঞ্চে ওপেন করা যাবে।
  • মাসের যেকোন তারিখেই এই একাউন্ট ওপেন করা যাবে
  • গ্রাহক যে তারিখে এই প্লানের টাকা জমা দিবেন আগামী মাসের একই তারিখে তার সেভিংস/ কারেন্ট একাউন্টে ইন্টারেস্টের টাকা প্রদান করা হবে
  • গ্রাহকের ঠিকানা পরিবর্তন করা হলে তা অবশ্যই তাৎক্ষনিক ভিত্তিতে ব্র্যাঞ্চে এসে লিখিত আকারে পরিবর্তন করতে হবে।
  • গ্রাহক মৃত্যুবরণ করলে স্কিমটি বন্ধ হয়ে যাবে এবং ব্যাংকের নিয়মানুসারে জমা কৃত অর্থ এবং প্রদেয় ইন্টারেস্ট যথাযথ মুল্যায়নের মাধ্যমে একাউন্টের নমিনিকে প্রদান করা হবে।
  • ১ বছরের মধ্যে স্কিমটি ক্লোজ করে দিলে কোন সুবিধা দেয়া হবে না।
  • সরকারি নিয়মানুসারে মেয়াদান্তে প্রদেয় টাকা থেকে উপর উৎস ট্যাক্স এবং আবগারি শুল্ক কেটে নেয়া হবে।
  • অন্যান্য বিধি ও শর্তাবলী বাংলাদেশে প্রচলিত আইনের অধীনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিধিবিধান দ্বারা পরিচালিত হবে।
  • প্রয়োজনে ব্যাংক এই স্কিমের যেকোন নিয়ম/ পদ্ধতি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

নীচের ফর্মটি পূরণ করুন,
আমাদের একজন প্রতিনিধি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে

    আমাদের সাবস্ক্রিপশনে
    যোগদান করুন