MTB Logo
  • প্রিভিলেজ ব্যাংকিং সুবিধা সমূহ

    • প্রিভিলেজ ব্যাংকিং সুবিধা
    • এক্সক্লুসিভ প্রিভিলেজ ব্যাংকিং লাউঞ্জগুলোতে বিশেষ সুবিধায় অগ্রাধিকার প্রাপ্তির সুযোগ
    • নিবেদিত রিলেশনশিপ ম্যানেজার
    • ওয়ান-স্টপ ব্যাংকিং সুবিধা
    • প্রিভিলেজ ডেবিট কার্ড এবং চেক বই সুবিধা
    • অগ্রিম অনুমোদন প্রাপ্ত ক্রেডিট কার্ড
    • এটিএম এবং পজ টারমিনাল থেকে বিশেষ ক্যাশ এক্সেস সুবিধা
    • লকার সার্ভিস চার্জে ডিস্কাউন্ট
    • ফ্রি এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ফোন ব্যাংকিং
    • প্রোডাক্ট এবং সার্ভিস চার্জের ক্ষেত্রে মউকুফ সুবিধা
    • ২৪/৭ নিবেদিত কল সেন্টার
  • প্রিভিলেজ ব্যাংকিং সার্ভিস

    • Unlimited Complimentary Access to MTB Air Lounge(s) all over Bangladesh (Both International & Domestic).
    • Complimentary Airport Pick & Drop Service (applicable for International Travelling)
    • Complimentary Airport Meet & Greet from terminal to immigration or vice versa (applicable for International Travelling)
    • Complimentary Health care privileges at top notch hospital of Bangladesh
    • Celebrating special days with personalized wishes and gifts
    • Invitation to exclusive Privilege Banking events and seminars

সদস্য
হওয়া

  • যোগ্যতা
    • ৪ মিলিয়ন ডিপোজিট ব্যাল্যান্স আছে এমন যেকোন বাংলাদেশি নাগরিক
    • এক্ষেত্রে আপনার সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট এবং টার্ম ডিপোজিট একাউন্ট গণ্য হবে
  • যৌথ একাউন্ট
    • প্রিভিলেজ ব্যাংকিং এ যৌথ একাউন্ট সব সময় দুই জন সদস্য মিলে ওপেন করার জন্য উৎসাহিত করা হয়। যদি কোন কারনে যৌথ একাউন্ট তিন অথবা এর বেশী সদস্যের নামে করা থাকে সেক্ষেত্রে শুধুমাত্র দুইজন একাউন্ট হোল্ডার এই প্রিভিলেজ ব্যাংকিং সুবিধা পাবেন।

এমটিবি প্রিভিলেজ ব্যাংকিং কি?

প্রিভিলেজ ব্যাংকিং এমটিবি ব্যাংকের শীর্ষস্থানীয় গ্রাহকদের জন্য একটি বিশেষ সুবিধাসম্পন্ন এবং নিবেদিত ব্যাংকিং চ্যানেল। এই ব্যাংকিং এ , ব্যাংক তাদের প্রিভিলেজ গ্রাহকদের চিহ্নিত করে এবং তাদের অনন্য সুবিধা উপভোগের সুযোগ করে দেয়। এধরনের ব্যাংকিং এর মূল লক্ষ্য হলো তাদের প্রিভিলেজ গ্রাহকদের ব্যতিক্রমধর্মী, ঝামেলাহীন এবং উন্নত ব্যাংকিং সেবা উপহার দেয়া।

প্রিভিলেজ সেন্টারগুলো কোথায় অবস্থিত

প্রিভিলেজ ব্যাংকিং গ্রাহকরা এক্সক্লুসিভ প্রিভিলেজ ব্যাংকিং লাউঞ্চে প্রবেশাধিকার পাবেন যা শুধুমাত্র গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করেই করা হয়েছে।

এমটিবি প্রিভিলেজ সেন্টারগুলোর লোকেশন :

  • গুলশান, ঢাকা
  • বনানী, ঢাকা
  • বারিধারা, ঢাকা
  • পান্থপথ, ঢাকা
  • উত্তরা, ঢাকা
  • আগ্রাবাদ, চট্টগ্রাম

এমটিবির একজন প্রিভিলেজ গ্রাহক হওয়ার জন্য কি কি যোগ্যতার মানদণ্ড আছে?

যোগ্যতাঃ
  • একক ডিপোজিট একাউন্ট
  • ৪ মিলিয়ন ডিপোজিট ব্যাল্যান্স আছে এমন যেকোন বাংলাদেশি নাগরিক
  • সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট এবং টার্ম ডিপোজিট একাউন্ট গণ্য হবে
যৌথ একাউন্টঃ
  • প্রিভিলেজ ব্যাংকিং এ যৌথ একাউন্ট সব সময় দুই জন সদস্য মিলে ওপেন করার জন্য উৎসাহিত করা হয়। যদি কোন কারনে যৌথ একাউন্ট তিন অথবা এর বেশী সদস্যের নামে করা থাকে সেক্ষেত্রে শুধুমাত্র দুইজন একাউন্ট হোল্ডার এই প্রিভিলেজ ব্যাংকিং সুবিধা পাবেন।

নিবেদিত রিলেশনশিপ ম্যানেজার কে?

প্রত্যেক প্রিভিলেজ গ্রাহক তার গ্রাহক সুবিধা নিশ্চিত করার জন্য একজন নিবেদিত রিলেশনশিপ ম্যানেজার পাবেন।

আমি যদি একজন প্রিভিলেজ গ্রাহক হই সেক্ষেত্রে কি কি প্রিভিলেজ ব্যাংকিং সুবিধা এবং সার্ভিস পাবো?

প্রিভিলেজ ব্যাংকিং সুবিধা
  • এক্সক্লুসিভ প্রিভিলেজ ব্যাংকিং লাউঞ্চে অগ্রাধিকার এবং বিশেষ সেবা
  • নিবেদিত রিলেশনশিপ ম্যানেজার
  • ওয়ান স্টপ ব্যাংকিং সুবিধা
  • প্রিভিলেজ ডেবিট কার্ড এবং চেক বই সুবিধা
  • অগ্রিম অনুমোদন প্রাপ্ত ক্রেডিট কার্ড
  • এটিএম এবং পজ টারমিনাল থেকে বিশেষ ক্যাশ এক্সেস সুবিধা
  • লকার সার্ভিস চারজে ডিস্কাউন্ট
  • ফ্রি এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ফোন ব্যাংকিং
  • প্রোডাক্ট এবং সার্ভিস চার্জের ক্ষেত্রে মওকুফ সুবিধা
  • ২৪/৭ নিবেদিত কল সেন্টার
প্রিভিলেজ সার্ভিসঃ
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (ওআইএ), সিলেট ও সিএক্সবিএ, কক্সবাজার এর বিমানবন্দর লাউঞ্জগুলিতে প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকার।
  • বিশেষ পিক এন্ড ড্রপ সার্ভিস
  • টারমিনাল থেকে ইমিগ্রেশন পর্যন্ত বিশেষ মিট এণ্ড গ্রীট সুবিধা
  • বাংলাদেশ এবং বাইরের দেশের হাসপাতালগুলোতে কাস্টমাইজড স্বাস্থ্য সেবা প্রিভিলেজ
  • ব্যক্তিগত শুভেচ্ছা এবং উপহার প্রদানের মাধ্যমে বিশেষ দিন উৎযাপন
  • এক্সক্লুসিভ প্রিভিলেজ ব্যাংকিং ইভেন্ট এবং সেমিনারে আমন্ত্রণ
  • উৎসবের শুভেচ্ছা
  • এক্সক্লুসিভ পার্টনার আউটলেটে বিশেষ ডিস্কাউন্ট সুবিধা

প্রিভিলেজ ব্যাংকিং উপভোগ করার জন্য কি প্রিভিলেজ থ্রেশহোল্ড (মিনিমাম ব্যাল্যান্স) বজায় রাখা জরুরি?

জি, আপনার প্রিভিলেজ ব্যাংকিং অবস্থা নিশ্চিত করার লক্ষ্যে, আপনার একাউন্ট নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং এভারেজ ব্যাল্যান্স কোয়ার্টারলি গননা করা হবে।

প্রিভিলেজ গ্রাহকদের জন্য কি কোনো কল সেন্টার সুবিধা বিদ্যমান?

প্রিভিলেজ গ্রাহকদের জন্য আমাদের হেল্পলাইন সুবিধা বিদ্যমান। হেল্পলাইন সুবিধা পাওয়ার জন্য আপনাকে শুধুমাত্র +৮৮০৯৬০৪০ ১৬২১৯ এ কল করে পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে।

  • ডিপোজিট একাউন্ট

    • একাউন্ট রক্ষণাবেক্ষণ চার্জফ্রি

    অন্যান্য সার্ভিস- ডিপোজিট একাউন্ট

    • রেগুলার স্টেটমেন্ট ফি ফ্রি
    • স্টেটমেন্ট অনুলিপি ফ্রি
    • ব্যাংক সার্টিফিকেট ইস্যুকরন ফ্রি
    • চেক বই ইস্যুকরন ফ্রি
    • এন্ডোরসমেন্ট ফি ফ্রি
    • ইন্সট্রুমেন্ট অনুলিপি (পিও/ডিডি/এসডিআর)ফ্রি
    • পিও/ডিডি চেক বাতিলকরন ফ্রি
    • চেক অনুরোধ বন্ধকরন ফ্রি
  • ফান্ড ট্র্যান্সফার এবং পেমেন্ট

    • পে অরডার/ডিমান্ড ড্রাফট ইস্যুকরনফ্রি
    • শহরের মধ্যে ক্যাশ জমা/উত্তোলনফ্রি
    • স্ট্যান্ডিং ইন্সট্রাকশন চার্জফ্রি

    লকার

    • লকার চার্জ (ছোট/মাঝারি/বড়)ফ্রি
    • বাকি ফি এর উপর ৫০% ডিসকাউন্ট
    • হারানো চাবি পুনরুদ্ধার ফি

    ডেবিট কার্ড

    • বার্ষিক চার্জ-ফ্রি
    • কার্ড/পিন পুনরুদ্ধার ফিফ্রি

    ইন্টারনেট/এসএমএস ব্যাংকিং চার্জ

    • বার্ষিক চার্জফ্রি
  • ক্রেডিট কার্ড

    • বার্ষিক চার্জ
    • বাকি ফি এর উপর ৫০% ডিসকাউন্ট
    • বার্ষিক চার্জ- ১ম সাপ্লিমেন্টারী কার্ড ফ্রি
    • বার্ষিক চার্জ- ২য় থেকে ৪র্থ সাপ্লিমেন্টারী কার্ড
    • বাকি ফি এর উপর ৫০% ডিসকাউন্ট
    • কার্ড /পিন পুনরুদ্ধার ফিফ্রি
    • কার্ড চেক প্রসেসিং ফি ৫০%

    লোনস এন্ড এডভান্সড

    • প্রসেসিং ফি (এমটিবি পারসোনাল লোন) ১%
    • প্রসেসিং ফি (এমটিবি অটো লোন) ০.৫০%
    • প্রসেসিং ফি (এমটিবি হোম লোন) ০.৭৫%
    • মেয়াদ পূর্তির পূর্বে নিস্পত্তি ফি- (পারসোনাল লোন/ অটো লোন/ হোম লোন)- ১%
  • বিশেষ দ্রষ্টব্যঃ

    • সরকারি বিধি অনুসারে ভ্যাট আদায় করা হবে।
    • বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী চার্জের এই তফসিলটি পরিবর্তন / সংশোধন করার অধিকার ব্যাংক সংরক্ষণ করে যা প্রয়োজনে আপডেট করা হবে।

এমটিবি কর্পোরেট হেড অফিস (২য় তলা),
এমটিবি সেন্টার, ২৬ গুলশান এভিনিউ,
গুলশান ১, ঢাকা ১২১২
যোগাযোগঃ +৮৮০২৫৮৮১২২৯৮, ২২২২৮৩৯৬৬ (এক্সটঃ ২২৪১ এবং ২২৯৫ ২২৩৪)
ফ্যাক্সঃ ০২-২২২২৬৪৩০৩

  • গুলশান প্রিভিলেজ সেন্টার

    এমটিবি সেন্টার (নীচ তলা), ২৬ গুলশান এভিনিউ, গুলশান ১, ঢাকা ১২১২ যোগাযোগঃ +৮৮০ (২) ৯৮৪৬৯৬৬, (EXT: ১৫৫ এবং ১৭৭)

    গুগল ম্যাপ
  • বনানী প্রিভিলেজ সেন্টার

    লিন্টু সেন্টার (দ্বিতীয় তলা), বাড়ি ৮২, রোড ১১ ব্লক ডি, বনানী, ঢাকা ১২১৩ যোগাযোগঃ +৮৮০ (২) ৯৮৮৩৮৩১, , (EXT: ১২৪ এবং ১২৩)

    গুগল ম্যাপ
  • বারিধারা প্রিভিলেজ সেন্টার

    দ্যা এলায়েন্স বিল্ডিং, ৬৩ প্রগতি স্বরনী, শাহজাদপুর, গুলশান, ঢাকা ১২১২ যোগাযোগঃ +৮৮০ (২) ৮৮১৮৬৬৬, (EXT: ১০৯ এবং ১১০)

    গুগল ম্যাপ
  • উত্তরা প্রিভিলেজ সেন্টার

    অকল্যান্ড সেন্টার (দ্বিতীয় তলা), বাড়ি নং ১১, রোড নং ৬, সেক্টর ৪, উত্তরা, ঢাকা - ১২৩০, যোগাযোগঃ +৮৮০ (২) ৪৮৯৫৪৪৬৪, (EXT: ১২২ এবং ১২১)

    গুগল ম্যাপ
  • আগ্রাবাদ প্রিভিলেজ সেন্টার

    আখতারুজ্জামান সেন্টার (নীচ তলা), ২১-২২, আগ্রাবাদ সি/এ, চট্টগ্রাম ৪১০০, যোগাযোগঃ +৮৮০ (২) ২৫৭০৩৩৮ (EXT: ১২১ এবং ১২৩)

    Google Map