MTB Logo
Deposit

এমটিবি মিলিয়নিয়ার প্ল্যান একটি মাসিক ডিপোজিট স্কিম যা নির্দিষ্ট সময় পর গ্রাহককে লাখপতি করে তুলবে। স্বল্প সেভিংস এর মাধ্যমে বড় পরিকল্পনা বাস্তবায়নে এই স্কিমটি খুবই সহায়ক।

মূল সুবিধাসমুহঃ

  • একজন প্রাপ্ত বয়স্ক ব্যাক্তি/ সরকারি প্রতিষ্ঠান/বেসরকারি প্রতিষ্ঠান এককভাবে অথবা সম্মিলিতভাবে এই একাউন্ট ওপেন করতে পারবেন
  • এই স্কিমটির মেয়াদকাল ৪/৬ /৮/১০/১২/১৫/২০ বছর। একজন গ্রাহকের নামে একের অধিক একাউন্ট একই ব্র্যাঞ্চে ওপেন করা যাবে।
  • গ্রাহক যদি পূর্বে উল্লেখিত সময়ের পূর্বে তার জমা কৃত অর্থ উত্তোলন করতে চায় সেক্ষেত্রে সেভিইং একাউন্টের ইন্টারেস্ট রেট অনুসারে ইন্টারেস্ট প্রদান করা হবে।
  • এই স্কিমের কিস্তির টাকা প্রতি মাসের ২০ তারিখের মধ্যে নগদ/চেক অথবা অন্য একাউন্ট থেকে ডিপোজিটর এর আদেশমতে জমা করতে হবে। যদি মাসের ২০ তারিখ ছুটির দিন হয় সেক্ষেত্রে পরবর্তী কর্ম দিবসে কিস্তির টাকা জমা দিতে হবে।
  • পরপর ৩ কিস্তি প্রদানে ব্যর্থ হলে ডিপোজিটরের একাউন্ট বন্ধ হয়ে যাবে এবং নেট পরিশোধযোগ্য টাকা ডিপোজিট স্কিমের সাথে লিংক করা একাউন্টে ট্র্যান্সফার করা হবে অথবা সানড্রাই ডিপোজিট একাউন্টে ট্র্যান্সফার করা হবে এবং তদনুসারে গ্রাহককে জানানো হবে।
  • গ্রাহক যদি পূর্বে উল্লেখিত সময়ের পূর্বে তার জমাকৃত অর্থ উত্তোলন করতে চায় সেক্ষেত্রে সেভিংস একাউন্টের ইন্টারেস্ট রেট অনুসারে ইন্টারেস্ট প্রদান করা হবে। তবে গ্রাহক যদি ১ (এক) বছরের পূর্বে তার জমা কৃত অর্থ উত্তোলন করতে চায় সেক্ষেত্রে কোন ইন্টারেস্ট প্রদান করা হবে না।
  • গ্রাহক মৃত্যুবরণ করলে স্কিমটি বন্ধ হয়ে যাবে এবং ব্যাংকের নিয়মানুসারে জমা কৃত অর্থ এবং প্রদেয় ইন্টারেস্ট একাউন্টের নমিনিকে প্রদান করা হবে।
  • অগ্রিম কিস্তির টাকা প্রদান করা যেতে পারে তবে এর জন্য কোন অতিরিক্ত ইন্টারেস্ট প্রদান করা হবে না।
  • সময়মত কিস্তির টাকা প্রদানে ব্যর্থ হলে প্রতি মাসে কিস্তির টাকার উপর ২% হারে ইন্টারেস্ট চার্জ করা হবে।
  • গ্রাহকের ঠিকানা পরিবর্তন করা হলে তা অবশ্যই তাৎক্ষনিক ভিত্তিতে ব্র্যাঞ্চে এসে লিখিত আকারে পরিবর্তন করতে হবে।
  • সরকারি নিয়মানুসারে মেয়াদান্তে প্রদেয় টাকা থেকে উপর উৎস ট্যাক্স এবং আবগারি শুল্ক কেটে নেয়া হবে।
  • অন্যান্য বিধি ও শর্তাবলী বাংলাদেশে প্রচলিত আইনের অধীনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিধিবিধান দ্বারা পরিচালিত হবে।
  • প্রয়োজনে ব্যাংক এই স্কিমের যেকোন নিয়ম/ পদ্ধতি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

ক্রেডিট সুবিধাঃ

  • গ্রাহক তার জমাকৃত অর্থের ৯০% পর্যন্ত লোন সুবিধা নিতে পারবে। লোনের পরিমাণ ২৫,০০০ টাকার কম হতে পারবে না।
  • গ্রাহক তার জমাকৃত অর্থের ৮০% পর্যন্ত ক্রেডিট লিমিট সহ ক্রেডিট কার্ড সুবিধা নিতে পারবে। ক্রেডিট লিমিট ১০,০০০ টাকার কম হতে পারবে না।

মাসিক কিস্তি এবং প্রি -ট্যাক্স ম্যাচুরিটি ভ্যালু

Monthly installmentPeriodMaturity Value
18,360.004 years1,000,000.00
11,399.006 years1,000,000.00
7,943.008 years1,000,000.00
5,890.0010 years1,000,000.00
4,532.0012 years1,000,000.00
3,197.0015 years1,000,000.00
1,960.0020 years1,000,000.00

নীচের ফর্মটি পূরণ করুন,
আমাদের একজন প্রতিনিধি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে

    আমাদের সাবস্ক্রিপশনে
    যোগদান করুন