MTB Logo
Deposit

এটি একটি মাসিক ডিপোজিট স্কিম। এই স্কিমটি স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য পরিকল্পনা করা হয়েছে। এই স্কিমের মাধ্যমে যেকোন ব্যক্তি মাসিক ভিত্তিতে ডিপোজিট করে মেয়াদান্তে ভালো ইন্টারেস্ট রেট সহ একটি আকর্ষণীয় অ্যামাউন্ট পেতে পারে ।

ক্রেডিট সুবিধাঃ

 

  • গ্রাহক তার জমাকৃত অর্থের ৯০% পর্যন্ত লোন সুবিধা নিতে পারবে। লোনের পরিমাণ ২৫,০০০ টাকার কম হতে পারবে না।
  • গ্রাহক তার জমাকৃত অর্থের ৮০% পর্যন্ত ক্রেডিট লিমিট সহ ক্রেডিট কার্ড সুবিধা নিতে পারবে। ক্রেডিট লিমিট ১০,০০০ টাকার কম হতে পারবে না।

 

শর্তাবলীঃ

  • একজন প্রাপ্ত বয়স্ক ব্যাক্তি এককভাবে অথবা সম্মিলিতভাবে এই একাউন্ট ওপেন করতে পারবেন
  • নাবালকের ক্ষেত্রে তার অভিভাবক তার পক্ষ হয়ে এই একাউন্ট ওপেন করতে পারবেন। তবে সেক্ষেত্রে নাবালক একাউন্টের নিয়ম মেনে একাউন্ট পরিচালনা করতে হবে।
  • এই স্কিমের মাসিক কিস্তির পরিমাণ হবে ২৫০.০০ টাকা, ৫০০.০০ টাকা, ১,০০০.০০ টাকা , ২,০০০.০০ টাকা ৫,০০০.০০ টাকা এবং ৫০০.০০ টাকার গুণনীয়ক।
  • একজন গ্রাহক এই একাউন্ট ৩/৫/৮/১০ বছরের জন্য ওপেন করতে পারবেন। একজন গ্রাহকের নামে একের অধিক একাউন্ট একই ব্র্যাঞ্চে ওপেন করা যাবে।
  • এই স্কিমের কিস্তির টাকা প্রতি মাসের ২০ তারিখের মধ্যে নগদ/চেক অথবা অন্য একাউন্ট থেকে ডিপোজিটর এর আদেশমতে জমা করতে হবে।
  • অগ্রিম কিস্তির টাকা প্রদান করা যেতে পারে তবে এর জন্য কোন অতিরিক্ত ইন্টারেস্ট প্রদান করা হবে না।
  • সময়মত কিস্তির টাকা প্রদানে ব্যর্থ হলে প্রতি মাসে কিস্তির টাকার উপর ২% হারে ইন্টারেস্ট চার্জ করা হবে।
  • পরপর ৩ কিস্তি প্রদানে ব্যর্থ হলে ডিপোজিটরের একাউন্ট বন্ধ হয়ে যাবে এবং নেট পরিশোধযোগ্য টাকা ডিপোজিট স্কিমের সাথে লিংক করা একাউন্টে ট্র্যান্সফার করা হবে অথবা সানড্রাই ডিপোজিট একাউন্টে ট্র্যান্সফার করা হবে এবং তদনুসারে গ্রাহককে জানানো হবে।
  • যদি কোনো অনিবার্য কারণে গ্রাহক তার জমাকৃত অর্থ ৩ বছরের পূর্বে উত্তোলন করে নিতে চায় তবে সেক্ষেত্রে সেভিংস রেট অনুসারে তাকে সরল ইন্টারেস্ট প্রদান করা হবে তবে গ্রাহক যদি ১ বছরের পূর্বে তার জমা কৃত অর্থ উত্তোলন করে নিতে চায় সেক্ষেত্রে কোন ইন্টারেস্ট প্রদান করা হবে না।
  • যদি গ্রাহক তার জমা কৃত অর্থ দুটো মেয়াদ পূর্তির মাঝামাঝি সময়ে অর্থাৎ ৩ থেকে ৫ বছর, ৫ থেকে ৮ বছর, ৮ থেকে ১০ বছর এর মাঝামাঝি উত্তোলন করে নিতে চায় সেক্ষেত্রে সে তার পূর্ববর্তী মেয়াদ পূর্তির সমান সমস্ত অর্থ পাবেন এবং বাকি অ্যামাউন্টের উপর সেভিংস রেটে ইন্টারেস্ট পাবে।
  • গ্রাহক মৃত্যুবরণ করলে স্কিমটি বন্ধ হয়ে যাবে এবং ব্যাংকের নিয়মানুসারে জমাকৃত অর্থ এবং প্রদেয় ইন্টারেস্ট একাউন্টের নমিনিকে প্রদান করা হবে।
  • সরকারি নিয়মানুসারে মেয়াদান্তে প্রদেয় টাকা থেকে উপর উৎস ট্যাক্স এবং আবগারি শুল্ক কেটে নেয়া হবে।
  • অন্যান্য বিধি ও শর্তাবলী বাংলাদেশে প্রচলিত আইনের অধীনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিধিবিধান দ্বারা পরিচালিত হবে।
  • প্রয়োজনে ব্যাংক এই স্কিমের যেকোন নিয়ম/ পদ্ধতি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

মাসিক কিস্তি এবং প্রি -ট্যাক্স ম্যাচুরিটি ভ্যালু

Monthly Installment3 Years5 Years8 Years10 Years
2509,89717,67931,47742,450
50019,79435,35862,95484,900
1,00039,58770,716125,907169,800
2,00079,174141,432251,814339,600
5,000197,936353,580629,536849,001

নীচের ফর্মটি পূরণ করুন,
আমাদের একজন প্রতিনিধি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে

    আমাদের সাবস্ক্রিপশনে
    যোগদান করুন