MTB Logo
Deposit

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এমটিবি কেয়ার একটি অনন্য উপস্থাপনা।
এই প্রোডাক্টের মাধ্যমে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অন্যান্য সেভিংস প্রোডাক্টের তুলনায় কম খরচে বিভিন্ন ব্র্যাঞ্চ থেকে একাউন্ট খোলা থেকে শুরু করে একাউন্ট রক্ষণাবেক্ষণ এর সুবিধা পাবে ।
এটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ব্যাংকিং সেবার আলোকে নিয়ে আসার জন্য এমটিবির প্রতিশ্রুতি থেকে করা।

বৈশিষ্ট্য সমুহঃ

  • মাসিক জমার উপর ইন্টারেস্ট গননা করা হয়।
  • মাসিক ভিত্তিতে ইন্টারেস্ট একাউন্টে প্রদান করা হয়।
  • কোন একাউন্ট রক্ষনাবেক্ষন ফি নেই।

যোগ্যতাঃ

  • ফটো আইডি ডকুমেন্ট সম্পন্ন এমন যেকোন বাংলাদেশী এ সেভিংস একাউন্টের জন্য আবেদন করতে পারবেন। একাউন্টের জন্য অবশ্যই একজন অভিভাবক প্রয়োজন হবে যার মাধ্যমে একাউন্ট হোল্ডার একাউন্ট পরিচালনা করবেন, যখন তার ( একাউন্ট হোল্ডারের) স্বাক্ষর করার মত কোনো মানসিক অবস্থা থাকবে না।
  • মাত্র ৫০০ টাকা ডিপোজিট করেই এই একাউন্ট ওপেন করা যাবে।

নীচের ফর্মটি পূরণ করুন,
আমাদের একজন প্রতিনিধি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে

    আমাদের সাবস্ক্রিপশনে
    যোগদান করুন