MTB Logo

এমটিবি – এর দক্ষ ও নিবেদিত কর্মী দ্বারা পরিচালিত একটি ট্রেজারি বিভাগ রয়েছে । গ্রাহকের চাহিদা অনুযায়ী সর্বোত্তম সেবা প্রদান করাই এমটিবি ট্রেজারি বিভাগের লক্ষ্য। ঝুঁকি ব্যবস্থাপনা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রথম পছন্দ এবং কার্যকরী মুদ্রাবাজার সৃষ্টিকারী সংস্থা হওয়া এমটিবি ট্রেজারি বিভাগের অন্যতম প্রধান উদ্দেশ্য।

দক্ষ কর্মী বাহিনী এবং বাংলাদেশের আধুনিকতম ডিলিং রুমের সাহায্যে এমটিবি ট্রেজারি বিভাগ বাস্তবধর্মী সেবা দিয়ে থাকে। বর্তমানে এই বিভাগটি বৈদেশিক বাণিজ্য ও মুদ্রা লেনদেন, সরকারি সিকিউরিটিজ (ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড), প্রাইমারি ডিলারশিপ, স্থানীয় মুদ্রাবাজার, কর্পোরেট সেল এবং সম্পদ-দায় ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলোর পরিচালনা করে থাকে।আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন