MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) চালু করলো “এমটিবি কমার্শিয়াল স্পেস ফাইন্যান্স”

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) “এমটিবি কমার্শিয়াল স্পেস ফাইন্যান্স” সেবার উদ্বোধন করে। এই সেবার আওতায় এমটিবি’র এসএমই গ্রাহকবৃন্দ ব্যবসা বর্ধনের জন্য বাণিজ্যিক স্থান ক্রয়, বাণিজ্যিক স্থান নির্মাণ এবং বাণিজ্যিক স্থানের সংস্কার ও পূণর্গঠনে ঋণ সেবা গ্রহণ করতে পারবেন। এম. এ. রউফ জেপি, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত সেপ্টেম্বর ১৬, ২০১৯ তারিখে এমটিবি টাওয়ার, ১১১ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০-এ এমটিবি কমার্শিয়াল স্পেস ফাইন্যান্স সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এছাড়াও এই অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক এবং বিল্ডিং টেকনলোজিস অ্যান্ড আইডিয়াস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, ফায়জুর রহমান খান সহ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন