MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

মংলা ইপিজেড-এ এমটিবি উপ-শাখার শুভ উদ্বোধন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি মংলা ইপিজেড-এ এমটিবি উপ-শাখার উদ্বোধন করেছে। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন (বেপজা)-এর চেয়ারম্যান, মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এক ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত থেকে উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমানও এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে মাহবুব আহমেদ সিদ্দিক, জেনারেল ম্যানেজার, মংলা ইপিজেড এবং সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, মোঃ আনিসুর রহমান, ডিভিশনাল হেড, ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন, জি.এম. নজরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক, খুলনা শাখা এবং আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, এমটিবি সহ সদ্য যাত্রা শুরু করা এমটিবি উপ-শাখার ইন-চার্জ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই ভার্চুয়াল উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন