MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি বামেলকো সম্মেলন ২০২২

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ ও পরিবর্তনসমূহ সবার অবগতির জন্য প্রতি বছরের ন্যায় এবছরও গত মে ২৮, ২০২২ তারিখে স্বার্থকতার সাথে শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন আয়োজন করেছে। সম্মেলনে ২০০ জন শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনটি স্যামসন এইচ. চৌধুরী অডিটোরিয়াম, এমটিবি টাওয়ার, ১১১ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০-এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান, মোঃ মাসুদ বিশ্বাস। এসময় তিনি বাংলাদেশে এএমএল প্রতিপালনের ২০ বছর উদ্যাপন এবং এমটিবি গ্রাহকদের মাঝে সচেতনতা সৃষ্টির প্রয়াসে কেক কেটে এমটিবি এএমএল অ্যান্ড সিএফটি সচেতনতা সপ্তাহ ২০২২-এরও উদ্বোধন করেন যা মে ২৮, ২০২২ থেকে জুন ২, ২০২২ পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হচ্ছে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান। বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালকদ্বয়, মুহাম্মদ মহসিন হোসাইনী এবং মোঃ মাসুদ রানা এই অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স, গৌতম প্রসাদ দাস এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক-কর্পোরেট অ্যান্ড কমার্শিয়াল বিজনেস, মোঃ খালিদ মাহমুদ খান প্যানেলিস্ট হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, রেইস উদ্দীন আহ্মাদ অনুষ্ঠানাট সঞ্চালন করেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন