MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি এবং লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেড -এর মধ্যে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয় । এই চুক্তির আওতায় এমটিবি’র সকল কর্মকর্তাবৃন্দ, কার্ডের গ্রাহকবৃন্দ, পে-রোল গ্রাহকবৃন্দ এবং প্রিভিলেজ গ্রাহকবৃন্দ লিনে· ইলেক্ট্রনি· বাংলাদেশ লিমিটেড-এর সকল ইলেক্ট্রনি· গৃহস্থালি সামগ্রী এবং মোবাইল ফোন ২০% হ্রাসকৃত মূল্যে ক্রয় করার সুবিধা উপভোগ করতে পারবেন।

গোলাম শাহরিয়ার কবীর, চীফ অপারেটিং অফিসার, লিনে· ইলেক্ট্রনি· বাংলাদেশ লিমিটেড এবং সৈয়দ রফিকুল হক, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও চিফ বিজনেস অফিসার, এমটিবি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও বেঙ্গল গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ-এর চিফ মার্কেটিং অফিসার, আফতাব মাহামুদ খুরশিদ এবং এমটিবি’র হেড অব কার্ডস্, মোহাম্মদ আনোয়ার হেসেন, গ্রুপ চীফ কমিউনিকেশনস্ অফিসার, আজম খান, হেড অব পে-রোল ব্যাংকিং, সুলতানা শিকদার অহনা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মো: তৌফিকুল আলম চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন