MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি এবং এসতে মেডিকেল বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং বিশ্বজুড়ে প্রসিদ্ধ অ্যায়েস্থেটিক হাসপাতাল এসতে মেডিকেল বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, এমটিবি কার্ডের গ্রাহকরা হ্রাসকৃত মূল্যে এসতে মেডিকেল বাংলাদেশ লিমিটেড-এ সেবা গ্রহণ করতে পারবেন।

মোহাম্মদ ফয়সাল, ব্যবস্থাপনা পরিচালক, এসতে মেডিকেল বাংলাদেশ লিমিটেড এবং মোঃ শাফকাত হোসেন, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এসতে মেডিকেল বাংলাদেশ লিমিটেড-এর ফরহাদ হোসেন, ম্যানেজার এবং এমটিবি’র মোঃ তৌফিকুল আলম চেীধুরী, হেড অব বিজনেস, রিটেইল ব্যাংকিং ডিভিশন ও আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন