MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি এবং এনইসি মানি ট্রান্সফার লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং এনইসি মানি ট্রান্সফার লিমিটেড-এর মধ্যে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে “রেমিটেন্স ডিস্বারস্মেন্ট সার্ভিস” এর মাধ্যমে গ্রাহকবৃন্দ বৈদেশিক রেমিট্যান্স গ্রহন করতে পারবেন। এছাড়াও ভোক্তাগণ এমটিবি ব্রাঞ্চ এর মাধ্যমে ক্যাশ গ্রহন করতে পারবেন।
এনইসি মানি ট্রান্সফার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, ইকরাম ফারাজী এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রেস্বাক্ষর করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে এনইসি মানি ট্রান্সফার লিমিটেড-এর ডিরেক্টর, মোঃ মনির এইচ ফারাজী, কান্ট্রি ম্যানেজার, শামীম আহমেদ, এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মোঃ হাসেম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ রফিকুল হক, হেড অব এনআরবি ডিভিশন, মোঃ জাহিদুল আহসান, গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন