MTB Logo
Deposit

নিউজ আর্কাইভ

এমটিবি এএমএল অ্যান্ড সিএফটি সচেতনতা সপ্তাহ ২০২২

২০২২ সাল বাংলাদেশে এএমএল অ্যান্ড সিএফটি পরিপালনের দুই দশক হিসেবে বিবেচিত হচ্ছে এবং ক্যামেলকো সম্মেলন ২০২২-এ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর নির্দেশনা অনুসারে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) গ্রাহকদের মাঝে সচেতনতা সৃষ্টির প্রয়াসে, সম্প্রতি এএমএল অ্যান্ড সিএফটি সচেতনতা সপ্তাহ ২০২২ আয়োজন করে যা মে ২৮, ২০২২ থেকে জুন ২, ২০২২ পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়। এমটিবি শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন ২০২২-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান, মোঃ মাসুদ বিশ্বাস গত মে ২৮, ২০২২ তারিখে এমটিবি এএমএল অ্যান্ড সিএফটি সচেতনতা সপ্তাহ ২০২২-এর উদ্বোধন করেন।

গ্রাহকদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মে ২৮, ২০২২ থেকে জুন ২, ২০২২ পর্যন্ত এমটিবি’র বিভিন্ন শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং সেন্টারসমূহে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এমটিবি আয়োজিত এএমএল অ্যান্ড সিএফটি সচেতনতা সপ্তাহটি পালিত হয়। কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য ছিল – এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, রেইস উদ্দীন আহ্মাদ-এর এএমএল অ্যান্ড সিএফটি বিষয়ক বিশেষ বার্তা প্রদান, ব্যাংকের গ্রাহক টাচ পয়েন্টসমূহে এএমএল অ্যান্ড সিএফটি সচেতনতা বিষয়ক ভিডিও প্রদর্শন, এমটিবি’র বিভিন্ন লোকেশনে ব্যানার ও ড্যাঙ্গলারের মাধ্যমে সচেতনতা বিষয়ক বার্তা প্রদর্শন এবং এমটিবি’র বিভিন্ন শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং সেন্টারসমূহে সপ্তাহব্যপী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম ও এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের কর্মকর্তাদের পরিদর্শন ও অবস্থান।

« নিউজ এ ফিরে যান

আমাদের সাবস্ক্রিপশনে
যোগদান করুন